OrdinaryITPostAd

দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় - দাঁত ব্যথা কমানোর উপায়

আমরা প্রায় সকলেই দাঁত ব্যথা সম্পর্কে জানি, কিন্তু দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় সম্পর্কে জানি না। আজকে আমরা জানবো দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়। চলুন তাহলে জেনে নেই দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় গুলো কি কি?

পোস্ট সূচিপত্রঃ দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়

ভূমিকাঃ

আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কোন না কোন সমস্যায় পড়তে হয়, এর মধ্যে দাঁত ব্যথা ও রয়েছে। সেই ছোট্ট থেকে দাঁত নিয়ে ভাবতে হয়, প্রথমত দুধের দাঁত, দুধের দাঁত উঠে যাওয়ার পরে আবার নতুন দাঁত বের হয়, আবার একসময় আক্কেল দাঁত বের হয়। ঠিক এভাবে পর্যায়ক্রমে চলার পরে বার্ধক্যে এসে, এক সময় সব দাঁতগুলো উঠেও যাই ।

আমাদের জীবনে দাঁতের গুরুত্ব অপরিহার্য, তবে দাঁত সুস্থ রাখতে হলে দাঁতের যত্ন করতে হবে ভালোভাবে। দাঁত ব্যথার সমস্যায় পড়েন না এমন মানুষ খুব কমই আছে, দাঁতে ব্যথা খুবই কষ্টদায়ক। আমরা অনেক সময় দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় খুঁজে থাকি। আজ আপনাদের মাঝে আলোচনা করব দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় নিয়ে।

 দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়ঃ 

দাঁতের পর্যাপ্ত পরিমাণ যত্ন না নেওয়ার ফলে অনেক সময় দাঁতের ব্যথা অনুভব হয়। এ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকে। দাঁত ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন- দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁতে ক্যাভিটি সমস্যা, দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া, মাড়ির সমস্যা, ইত্যাদি কারণে দাঁত ব্যথা হয়ে থাকে। দাঁত ব্যথার জন্য বয়স কোন বিষয় না, যে কোন বয়সেই মানুষের দাঁত ব্যথা হতে পারে। তবে আমরা চাইলে দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় অবলম্বন করে ঘরে বসেই দাঁত ব্যথার উপশম করতে পারি।

লবঙ্গঃ  দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় এর মধ্যে একটি বিশেষ উপায় হচ্ছে দাঁতে লবঙ্গের ব্যবহার। লবঙ্গ ব্যবহারে দাঁতের ব্যথা খুব সহজেই ভালো হয়ে যায়। এর জন্য আপনাকে কয়েকটি লবঙ্গ কিছুটা গুড়ো করে, দাঁতের ব্যথার স্থানে লাগিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে। এভাবে দিনে রাতে কয়েকবার ব্যবহার করুন। ব্যথা ভাল হয়ে যাওয়ার পরেও কয়েকদিন এ পদ্ধতি অবলম্বন করুন তাহলে দীর্ঘদিন পর্যন্ত দাঁতের ব্যথা হবে না।

পেঁয়াজঃ দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় এর মধ্যে পেঁয়াজের ব্যবহার ও অনেক গুরুত্বপূর্ণ। পেয়াজে আছে অ্যান্টিসেপটিক এবং এন্টিব্যাকটেরিয়াল উপাদান, যার মাধ্যমে দাঁতের মধ্যে জমে থাকা জীবাণুগুলো সরিয়ে ফেলতে সাহায্য করে এবং তার সাথে দাঁতের ব্যথা ভালো করে। তবে যেহেতু পেঁয়াজ অনেক ঝাঁঝালো হয়ে থাকে সবার পক্ষে চিবিয়ে খাওয়া সম্ভব হয় না, আর তাই আপনি চাইলে পেঁয়াজকে সামান্য একটু করে, কেটে নিয়ে ব্যথাযুক্ত দাঁতে লাগিয়ে রাখতে পারেন। চেষ্টা করবেন দিনে অন্ততপক্ষে ২/৩ বার পেঁয়াজ ব্যবহার করতে। তাহলে আপনার দাঁত ব্যথা কমে যাবে।
 
লবণঃ লবণ আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। লবণ সবার ঘরেই থাকে, আপনার দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় হিসেবে লবণ ব্যবহার করতে পারেন। দাঁত ব্যাথা কমানোর সবচেয়ে সহজ উপায় গুলির মধ্যে এটি একটি উপায়। শুধুমাত্র দাঁতের ব্যথা নয় মুখের ভেতরে অন্য যেকোনো সমস্যা বা ইনফেকশন সারাতেও ভীষণ কার্যকর ভূমিকা পালন করে। 
তবে, লবণ সরাসরি খাওয়া যাবেনা এর কিছু নিয়ম রয়েছে। এক গ্লাস গরম পানি নিবেন, পানিটা এমন গরম হতে হবে যেন সেটা সহনীয় পর্যায়ে থাকে। আপনি মুখে নিয়ে কুলকুচি করতে পারবেন ঠিক সেই পরিমাণ কুসুম গরম পানি। এক গ্লাস পানিতে লবণ  নিন তারপর লবণ ভালোভাবে মিশিয়ে নিন এবং সেই পানি দিয়ে কুলি করুন। চেষ্টা করবেন দিনে কয়েকবার লবণ পানি দিয়ে কুলি করতে। দেখবেন আস্তে আস্তে দাঁতে ব্যথা কমে যাবে।

পেয়ারা পাতাঃ দাঁত ব্যথা কমানোর জন্য পেয়ারা পাতার ভূমিকা যথেষ্ট রয়েছে। দুটি পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে নিন তারপরে পাতা দুটি ভালোভাবে চিবিয়ে ব্যথাযুক্ত দাতে চেপে লাগিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। এভাবে আপনি কয়েকবার করতে পারেন।

দাঁত ব্যথা কমানোর উপায়ঃ

আমরা অনেক সময় দাঁতের ব্যথার সমস্যায় পড়ি। সময় মত দাঁতের যত্ন না নেওয়ার ফলে আমাদের দাঁতের ব্যথার কষ্ট সহ্য করতে হয়। তবে দাঁত ব্যথা কমানোর উপায় ও রয়েছে। আমাদের উচিত দাঁতের সঠিক যত্ন নেওয়া, তারপরেও যদি দাঁতে ব্যাথা সমস্যা হয় তাহলে দাঁত ব্যথা কমানোর উপায় গুলো ব্যবহার করব।
লবঙ্গের তেলঃ দাঁত ব্যথা কমাতে লবঙ্গের তেলের ব্যবহার, লবঙ্গের তেল দাঁতে ব্যবহার করলে দাঁতের ব্যথা কমে যাবে। লবঙ্গের তেল ব্যবহারের সময় অবশ্যই সতর্ক হতে হবে, সরাসরি তেল দাঁতে দেওয়া যাবে না, এতে করে অন্য দাতের সমস্যা হতে পারে। আর সেই জন্য একটি পরিষ্কার তুলোতে লবঙ্গের তেল নিয়ে আক্রান্ত দাঁতে তুলো টি ব্যবহার করতে হবে। এভাবে করে কয়েকবার ব্যবহার করলে দাঁতে ব্যথা কমে যাবে।

বরফের টুকরোঃ দাঁত ব্যথা কমানোর উপায় গুলির মধ্যে এটি ও একটি সহজ উপায়। এক টুকরো বরফ নিন একটি পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে, দাঁতের ব্যাথার স্থানে চেপে ধরুন তবে হালকা হাতে চেপে ধরবেন। বরফের টুকরো ব্যবহারের ফলে দাঁত ব্যথা ভালো হয় এবং সেই সাথে দাঁতের মাড়ি ফোলা থাকলে সেটাও ভালো হয়ে যায়।

রসুনঃ দাঁত ব্যথা কমানোর উপায় গুলির মধ্যে রসুনের ভূমিকা রয়েছে অনেকটা। রসুন অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ উপাদান। আপনি চাইলে রসুন চিবিয়ে খেয়ে নিতে পারেন। আর যদি খেতে না চান তাহলে রসুন কিছুটা থেঁতো করে ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি দাঁত ব্যথা সেরে যাবে।

দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায়ঃ

আমাদের জীবনে দাঁতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। যেটা আসলে বলে শেষ করা যাবে না। তবে এ দাঁত নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় আমাদেরকে। দাঁতের ঠিকমত যত্ন না নেওয়ার কারণে, অনেক সময় দাঁতের প্রচন্ড ব্যথা হয়ে থাকে।
এর কিছু কারণ থাকে যেমন - ক্যাভিটি সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পড়া, সংক্রমণ, দাঁতের ক্ষয়, জয়েন্টের সমস্যা, ইত্যাদি বিভিন্ন কারণে দাঁত ব্যথা হয়ে থাকে। তবে আমরা চাইলে সহজেই দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় ব্যবহার করে, ঘরে বসেই দাঁত ব্যথা সারিয়ে তুলতে পারি।

গোলমরিচ ও লবণঃ গোলমরিচ এবং লবণ দাঁত ব্যথা কমাতে অনেক সাহায্য করে। গোলমরিচ ও লবণের মধ্যে আছে ব্যাকটেরিয়ারোধী ও প্রদাহরোধী উপাদান। গোলমরিচ ও লবণ ব্যবহার করার নিয়ম জেনে নিন। গোল মরিচ ও লবণ সমপরিমাণ নিতে হবে। এর মধ্যে সামান্য কয়েক ফোটা পানি দিয়ে একটি পেস্ট তৈরি করুন তারপর, আক্রান্ত স্থানে সরাসরি গোলমরিচ ও লবণের তৈরি করা পেস্ট লাগান এবং কয়েক মিনিট রাখুন। কয়েকদিন নিয়ম করে এভাবে লাগান, ব্যথা কমে যাবে।

হিংঃ দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় গুলোর মধ্যে এটি একটি সুন্দর উপায়। হিং দাঁত ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সামান্য একটু হিং অথবা আধা চা চামচ হিং গুঁড়ো তার সাথে, দুই টেবিল চামচ লেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে আক্রান্ত দাঁতে লাগিয়ে রাখুন, দিনে ২/১ বার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খুব তাড়াতাড়ি দাঁতের ব্যথা কমে যাবে।

দুর্বার রসঃ দুর্বার রস ব্যবহারের ফলে দাঁত ব্যথা কমে। দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় এর মধ্যে এটি একটি মজাদার উপায়। কয়েকটা দুর্বা ঘাস নিন তারপরে, ভালোভাবে পরিষ্কার করে দাঁত দিয়ে চিবিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। তবে আপনি চাইলে দুর্বার রস বের করে খেতে পারেন। তাহলেও দাঁত ব্যথা সেরে যাবে।

কাঁচা হলুদঃ দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় এর মধ্যে এটি একটি সুন্দর উপায়। কাঁচা হলুদ ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। এতে অল্প করে পানি মিশিয়ে ভালোমতো একটি পেস্ট তৈরি করুন। তারপর দাঁতের আক্রান্ত স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন এর ফলে ব্যথা কমতে থাকবে এবং আপনি আরাম অনুভব করবেন। ব্যথা না কমা পর্যন্ত প্রতিদিন এভাবে লাগাতে থাকুন।

দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়ঃ শেষ কথা 

আমাদের জীবনে দাঁতের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমাদেরকে দাঁতের সুস্থতার উপর নজর দিতে হবে, দাঁতের বিশেষ যত্ন নিতে হবে। তা না হলে দাঁতের ব্যথা তো হবেই তার সাথে অকালে দাঁত পড়ে যাবে। এতক্ষণ আপনাদের মাঝে দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় সম্পর্কে উপরে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। দাঁত সুস্থ রাখতে নিয়মিত ব্রাশ করবেন। ঘুমোতে যাওয়ার আগে কিংবা রাতের খাবারের পরে অবশ্যই ভালোভাবে ব্রাশ করে নিবেন, এতে করে দাঁতের ক্ষয় রোধ হবে। 
জীবাণুরা দাঁতের কোন ক্ষতি করতে পারবে না, যার ফলে দাঁত ব্যথা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তারপরও যদি দাঁত ব্যথা হয় সে ক্ষেত্রে, উপরের আলোচনাকৃত দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায় গুলি অবলম্বন করতে পারেন। আপনাদেরকে সহজ ভাবে দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়গুলো জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন।২৫২৪২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩