OrdinaryITPostAd

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার খুবই কার্যকর। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা, ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে। ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার কিভাবে করবেন, সেগুলোর নিয়ম বিস্তারিতভাবে দেখে নিন।

পোস্ট সূচিপত্রঃ ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার - ত্বকের যত্নে গোলাপ জলের প্যাক

ভূমিকা

আদিকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার সম্পর্কে আমরা প্রায় অনেকেই অবগত রয়েছি। শুধুমাত্র গোলাপ জল ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। গোলাপ জল ব্যবহারের ফলে ত্বক অনেক বেশি মোলায়েম থাকে, ত্বকের আদ্রতা বজায় থাকে। তবে আপনি কি জানেন ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে? ব্রণ দূর করতে গোলাপ জল খুবই কার্যকর ভূমিকা রাখে।
 
গোলাপ জলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লামেটরি যা ব্রণ সারাতে কার্যকর হিসেবে বিবেচিত। এর সাথে আছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকের যেকোনো দাগ, ক্ষত সারাতে ভূমিকা রাখে। আমরা এখন বিস্তারিতভাবে জানবো ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার কিভাবে করতে হয়। আসুন তাহলে দেখে নেই ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহারের নিয়ম গুলো কি কি।

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

গোলাপ জলের স্প্রেঃ ত্বক পরিষ্কার রাখতে গোলাপ জলের স্প্রে ব্যবহার করুন, এর ফলে ত্বক অনেক বেশি পরিষ্কার হবে। এজন্য প্রথমে আপনাকে মুখে গোলাপ জল স্প্রে করে নিতে হবে, এরপর ২০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছে ফেলতে হবে এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এভাবে আপনি দিনে ৩ থেকে ৪ বার গোলাপ জলের স্প্রে ব্যবহার করতে পারেন।

গোলাপ জল এবং লেবুর রসঃ ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার, গোলাপ জলের সাথে লেবুর রস ব্যবহার করুন। ব্যবহারের নিয়ম- প্রথমে ত্বক পরিষ্কার করে নিন তারপর আপনার ত্বকের পরিমাণ অনুযায়ী গোলাপ জল ও লেবুর রস নিন। গোলাপ জল ও লেবুর রস, এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে আপনার ত্বকে লাগান।
এরপর মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ না কমা পর্যন্ত এটি ব্যবহার করতে থাকুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারেন। এতে করে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে।

বেকিং সোডা এবং গোলাপ জলের ব্যবহারঃ আপনার মুখের ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার, গোলাপ জল ও বেকিং সোডা খুব ভালো কাজ করে। ব্যবহারের নিয়ম- এর জন্য আপনাকে নিতে হবে ২ চামচ গোলাপ জল সেই সাথে ২ চামচ বেকিং সোডা।

দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, প্রথমে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন, এরপর তৈরিকৃত মিশ্রণটি হাতের মাধ্যমে আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকুন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ত্বকের ব্রণ কমে আসবে।

ত্বকের যত্নে গোলাপ জলের প্যাক

গোলাপ জল এবং মুলতানি মাটিঃ ত্বকের যত্নে গোলাপ জলের প্যাক ব্যবহারের ক্ষেত্রে মুলতানি মাটি ও গোলাপ জল খুব ভালো কাজ করে। মুলতানি মাটি ও গোলাপ জল ত্বক সুন্দর রাখতে, ত্বক থেকে ব্রণ দূর করতে ভীষণভাবে কার্যকর ভূমিকা রাখে। ব্যবহারের নিয়ম- এর জন্য আপনাকে নিতে হবে ১ টেবিল চামচ গোলাপ জল সেই সাথে ১ টেবিল চামচ মুলতানি মাটি।
 
মিশ্রণ দুটি একসাথে ভালোভাবে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। তারপর মুখ ভালোভাবে পরিষ্কার করে তৈরিকৃত ফেসপ্যাকটি মুখে লাগান। এরপর ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুখে রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।

টোনার হিসেবে গোলাপ জলের ব্যবহারঃ বাজারে বিভিন্ন ধরনের টোনার পাওয়া যায়। তবে সেক্ষেত্রে প্রায় টোনারের মধ্যে রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে, যেটি ত্বকের জন্য অনেক ক্ষতিকর। তবে, প্রাকৃতিক উপায়ে গোলাপ জলের টোনার তৈরি করা যায়, আর তাই ত্বকের কোনরকম ক্ষতি হয় না। আপনি চাইলে ঘরে বসেও গোলাপ জল তৈরি করতে পারেন। একটি তুলোতে গোলাপ জল নিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক অনেক বেশি পরিষ্কার এবং ফ্রেস অনুভব হয়। মুখের দাগ দূর করতে টোনার বেশ ভালো কাজ করে।

ত্বক পরিষ্কার রাখতে গোলাপ জলঃ ত্বক পরিষ্কার রাখতে গোলাপ জলের সাথে আপনি মেথি ব্যবহার করতে পারেন। ব্যবহারে নিয়ম- সামান্য কিছু মেথি ভিজিয়ে রাখুন, কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আবার চাইলে আগের দিন সারারাত ভিজিয়ে রাখতে পারেন এবং পরের দিন সকালে মেথি ভালোভাবে পেস্ট করে নিন। 
পেস্ট করা মেথির সাথে গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর মেথি ও গোলাপ জলের প্যাকটি ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে দিন, এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে এবং ব্রণ হবার সম্ভাবনা খুবই কমে যায়।

ত্বকের কালো দাগ দূর করতে গোলাপ জলের ব্যবহারঃ বিভিন্ন রকম কারণে আমাদের ত্বকে কালো দাগ পড়ে। বিশেষ করে চোখের নিচে কালো দাগ পড়ে যা আমাদের সৌন্দর্যকে নষ্ট করে। ত্বকের যত্নে গোলাপ জলের প্যাক ব্যবহারের ক্ষেত্রে, আপনি গোলাপ জলের সাথে আলু ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে এক টুকরো আলু, খুব ভালোভাবে আলু পেস্ট করে নিতে হবে।

তার সাথে পরিমাণ মতো গোলাপ জল মেশাতে হবে, একসাথে মিশিয়ে নিয়ে আপনার মুখে ভালোভাবে লাগিয়ে নিন। এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন, শুকিয়ে এলে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং সেইসাথে ত্বকের সব ধরনের কালো দাগ দূর করবে।

ব্রণ দূর করার উপায়

ব্রণের সমস্যায় আমাদের অনেককেই ভুগতে হয়। আর এ সমস্যা ছেলে ও মেয়ে উভয়েরই হয়ে থাকে। ব্রণের কারণে চেহারার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যায়। তবে কিছু ঘরোয়া টিপস ব্যবহার করে ব্রণ দূর করা সম্ভব, আসুন কয়েকটি টিপস দেখে নেই।

কাঁচা হলুদ ও চন্দনের গুঁড়োঃ ব্রণ দূর করার উপায় এর মধ্যে এটি খুবই কার্যকরী উপায়। কাঁচা হলুদ এবং চন্দনের গুঁড়ো ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। ব্যবহারের নিয়ম- এর জন্য আপনাকে নিতে হবে কাঁচা হলুদ এবং সেই সাথে চন্দনের গুঁড়ো। দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন, এরপর ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। কিছুটা শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, এটি ব্যবহারের ফলে মুখ থেকে ব্রণ খুব তাড়াতাড়ি কমে যায়।

ব্রণ সারাতে শসার রসঃ ব্রণ দূর করার উপায়, সাধারণত ত্বকে লোমকূপ বন্ধ হওয়ার ফলে ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। আর শসার রস ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। এর জন্য নিয়মিত শসার রস দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। এতে করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে, যার ফলে ব্রণের সমস্যা কমে যাবে।

নিয়মিত গোলাপ জলের ব্যবহারঃ ব্রণ দূর করার উপায়, ত্বকের ব্রণ কমাতে নিয়মিত গোলাপ জলের ব্যবহার। নিয়মিত গোলাপ জলের ব্যবহারে ত্বক থেকে ব্রণ অনেকটাই কমে যায়। ব্যবহারের নিয়ম- এর জন্য আপনাকে নিতে হবে দারুচিনি গুড়া এর সাথে পরিমাণ মতো গোলাপ জল।
দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন, এতে করে ব্রণের সংক্রমণ অনেকটা কমে যাবে। সেই সাথে ব্রণ হওয়ার ফলে যে ব্যথা হয় সে ব্যথা কমে যাবে। নিয়মিত ব্যবহারে ব্রণের দাগও কমে যাবে।

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহারঃ উপসংহার

গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার হয়ে থাকে। ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নেও গোলাপ জলের ব্যবহার করা হয়ে থাকে। গোলাপ জল ব্যবহারের ফলে মুখের ব্রণ ভালো হয়ে যায়, মুখের যেকোনো ধরনের ফুসকুড়ি, ক্ষত ইত্যাদি দূর হয়।

আজ আমরা এই পোস্টের মধ্যে আলোচনা করেছি ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে এবং ত্বকের যত্নে গোলাপ জলের প্যাক কিভাবে ব্যবহার করা যায় এ সম্পর্কে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নীতিমালা মেনে নিচে মন্তব্য করুন, ধন্যবাদ। ২৫২৪২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
9 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous 14 July 2024 at 15:42

    Health beauty aro post den

    • MD ABU BAKAR SIDDIQUE
      MD ABU BAKAR SIDDIQUE 16 July 2024 at 22:06

      Ok

  • Anonymous
    Anonymous 14 July 2024 at 15:46

    This beauty post is very gd

    • MD ABU BAKAR SIDDIQUE
      MD ABU BAKAR SIDDIQUE 16 July 2024 at 22:07

      Thank You

  • Anonymous
    Anonymous 14 July 2024 at 15:54

    Post besi besi chi

    • MD ABU BAKAR SIDDIQUE
      MD ABU BAKAR SIDDIQUE 16 July 2024 at 22:07

      insallah

  • Anonymous
    Anonymous 14 July 2024 at 18:20

    Skin ar care niya aro likha dite paren vi, khub vlo hobe

    • MD ABU BAKAR SIDDIQUE
      MD ABU BAKAR SIDDIQUE 16 July 2024 at 22:31

      Insallah dibo

  • Anonymous
    Anonymous 14 July 2024 at 18:21

    Skin a holud ar gunagun bisoiya likhun

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩